কুমিল্লার মনোহরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন। তিনি দুর্নীতি মামলার ১০ বছরের সাজা মাথায় নিয়ে ৩১ বছর আত্মগোপনে ছিলেন।
রোববার (৯ জুন) রাতে মনোহরগঞ্জ থানার পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আবদুল মতিন পাটোয়ারী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাউপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির গণমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়।
এ মামলায় বিচার প্রক্রিয়া শেষে মহানগর বিশেষ দায়রা জজ, চট্টগ্রাম আদালত, আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল। দুর্নীতির মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন পাটোয়ারী দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।