
রাইজিং ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ৩৭টি প্রতিষ্ঠানকে মোট এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১২ দশমিক ৫ ডলার।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রপ্তানির সময়সীমা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, রপ্তানিকারকদের রফতানি নীতি ২০২৪–২৭ অনুসরণসহ নির্ধারিত সময় ও পরিমাণ মেনে চলতে হবে।
অনুমোদিত প্রতিষ্ঠানগুলো তাদের কোটা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC