ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

Rising Cumilla - BGB sweet gift to BSF on the occasion of Durga Puja
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার হাবিলদার মো. রহুল আমিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪২ লঙ্কা মোড়া কোম্পানি কমান্ডার মহাবীরের হাতে ছয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে এ শুভেচ্ছা জানান।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ পরস্পরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও বিজিবির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।