সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

দুর্গাপূজার আগেই বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ নেওয়ার উদ্যোগ

Initiative to take hilsa from Bangladesh to Kolkata before Durga Puja
ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার একটা রেওয়াজ রয়েছে ভারতীয়দের। এবারও উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ইলিশ নেওয়ার উদ্যোগ নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

আগামী অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এসময় বাংলাদেশের ইলিশ না খেলে যেন অনেকেরই খাবারে একটা শূন্যতা থেকে যায়। অনেকের কাছে পদ্মার ইলিশ তো শুধু ইলিশ নয়, এটির সঙ্গে যেন জড়িয়ে থাকে আবেগ।

তাই এ উৎসবকেন্দ্রিক ইলিশের চাহিদা বেশি থাকায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইলিশ নিয়ে থাকেন কলকাতার ব্যবসায়ীরা। এবারও ব্যতিক্রম নয়। উৎসবের অনেক দিন বাকি থাকতেই ইতিমধ্যে এ নিয়ে ব্যবসায়ীরা বিশেষভাবে উদ্যোগী হয়েছেন। এবারও পূজায় পাওয়া যেতে পারে বিপুল সংখ্যক বাংলাদেশের ইলিশ।

উল্লেখ্য, পূজার আগে নির্দিষ্ট সময়ে বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার ব্যাপারে ছাড় দেয় বাংলাদেশ সরকার। সাধারণত ৩০ দিনের মেয়াদে ইলিশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার অনুমতি দিয়ে থাকে। তবে এবার এই মেয়াদ আরও বাড়ানো হোক এমনটাই চাইছেন ব্যবসায়ীরা।