বুধবার ৮ অক্টোবর, ২০২৫

দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে পাঠানো হল ৫০০ কেজি সুগন্ধি চাল

রাইজিং ডেস্ক

Rising Cumilla - 500 kg of fragrant rice sent to India as a gift for Durga Puja
দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে পাঠানো হল ৫০০ কেজি সুগন্ধি চাল/ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ ভ্যানে করে চালগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়।

সূত্রে জানা গেছে, ‘চাষী’ ব্র্যান্ডের এই চালগুলো সরাসরি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে এই চাল উপহার হিসেবে বিতরণ করা হবে।

বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পাঠানো এই চাল ভারতের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের জন্য উপহার।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজার সময় বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়, যা দুই দেশের সম্পর্কের এক অনন্য দিক।

আরও পড়ুন