
রাইজিং কুমিল্লা অনলাইন
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরের মধ্যে দেশের ৬টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এই আশঙ্কার কারণে ওই অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ভোর ৫টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত এই ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার—এই ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এই সময়কালে সংশ্লিষ্ট নদী উপকূলবর্তী এলাকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা মূলত দেশের পূর্বাঞ্চলে বেশি থাকবে।
আজ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এই সতর্কতার পরিপ্রেক্ষিতে, বিশেষত নদীবন্দরে চলাচলকারী নৌযান ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC