মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক, আদালতে সোপর্দ

Rising Cumilla -34 Indian fishermen arrested along with two trawlers, handed over to court
প্রতীকী ছবি/সংগৃহীত

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজের রাডারে দুটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। নৌবাহিনীর সদস্যরা ট্রলারগুলোর দিকে এগোতে থাকলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে।

এসময় নৌবাহিনীর ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান নিশ্চিত করেছেন যে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিল।

আরও পড়ুন