ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ চলতি বছরের মে মাসে এক হৃদয়বিদারক খবর জানান। তার ৬ মাসের অনাগত যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি।
ওই ঘটনার পর থেকেই প্রতিমাসের ৫ তারিখ আঁতকে ওঠেন ইরফান। কোনোভাবেই নিজের মন থেকে মুছে ফেলতে পারেননি সন্তান হারানোর সেই বেদনার কথা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) অভিনেতার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “প্রতিমাসের পাঁচ তারিখের ভোর রাতটা আমার জন্য খুব ভয়ংকর হয়। ৫ মে ২০২৩ দিনটা যদি না আসতো!”
ইরফান চেয়েছিলেন যমজ ছেলে-মেয়ের নাম রাখবেন ‘প্রিয়’ ও ‘মায়া’। তিনি বলেন, “প্রতি মাসের পাঁচ তারিখের ভোরটা খুব ভয়ংকর হয় আমার জন্য। আমাকে ঠিক থাকতে দেয় না দিনটা। ভয়ংকর দিনটি না এলে অন্যরকম হতে পারতো জীবন।”
অভিনেতা জানালেন, সেই ট্রমা কাটিয়ে এখন আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন তিনি। তিনি বলেন, “এটা আমার জীবনের দ্বিতীয় যাত্রা। স্ত্রীকে নিয়ে দুই বছর চেন্নাইয়ে ছিলাম। কাজ করিনি নিয়মিত। তবে এখন আমরা দু’জনেই কাজে ফিরেছি। এটা আমাদের নতুন শুরু।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC