
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে দলটি।
আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলটির পক্ষ থেকে আবেদন করা হয়।
নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় দলীয় প্রধানের সিদ্ধান্তেই ২১৮টি আসন থেকে এসব প্রার্থিদের সরে দাঁড়াতে আবেদন করা হয়েছে বলে জাকের পার্টি জানিয়েছে।
১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন মোস্তফা আমীর ফয়সল।
প্রতিষ্ঠার পর থেকেই গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করে আসছিল দলটি। ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনেই অংশ নেয় জাকের পার্টি। তবে কোনো নির্বাচনেই দলটির কোনো প্রার্থী একটি আসনেও জিততে পারেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল দলটি। এজন্য প্রতিটি আসনে আলাদা করে প্রার্থী বাছাই ও ভোটের মাঠ তৈরিতে ৮ মাস ধরে প্রস্তুতি দেয় দলটি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তৃতীয় দল হিসেবে সর্বোচ্চ মনোনয়নপত্র সংগ্রহও করেছিল জাকের পার্টির।
তবে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে ভোট থেকে বিরত থাকবে বলে আগেই জানিয়েছিল দলটি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাকের পার্টির পক্ষ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এলো।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর আগামীকাল সোমবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এরপরই শুরু হবে প্রচার।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC