কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকে পদার্পণ উপলক্ষ্যে আগামী বুধবার (২৮ মে) দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় দিবসে সকাল সাড়ে ১০টায় গোল চত্বরে পায়রা ও বেলুন উড়ানোর মধ্য নিয়ে দিবসটির উদ্বোধন করা হবে। পাশাপাশি ওইদিন সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির যবনিকা ঘটবে।
এর আগে সোমবার (২৬ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে ওই দিন ১০টা ৪৫ মিনিটে র্যালি, কেক কাটা, আলোচনা সভার আয়োজন থাকছে। পাশাপাশি প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০ বছরে পদার্পণে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও সুপরিচিত করতে মেধা, মনন ও সততা দিয়ে সবাই কাজ করবে এটাই আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার। দিবসটি উপলক্ষ্যে সীমিত বাজেটে আমরা কতগুলো কর্মসূচির আয়োজন করছি। এ গুলোর মধ্যে আছে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে সকল শিক্ষক, কর্মকর্তা কার্মচারী আছেন তাদেরকে এই প্রথমবার আমরা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সম্মাননা দিচ্ছি।”
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশের ২৬তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়, ২০০৭ সালের ২৮ মে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগে ৭ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC