মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

Rising Cumilla -Tania Brishty
দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি/ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি দীর্ঘ ৬ বছরের বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রে ফিরছেন। এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর সঙ্গে। এর মাধ্যমে আবার সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের হাত ধরে রুপালি পর্দায় তানিয়া বৃষ্টির পথচলা শুরু হলেও, চলচ্চিত্রে তিনি সেভাবে সাফল্য পাননি।

এরপর তিনি ছোট পর্দাতেই নিয়মিত হন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, তবে সেটির শুটিং সম্পন্ন হয়েছিল তারও বেশ কয়েক বছর আগে।

অভিনেত্রী জানান, মূলত নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবার সুযোগ পাননি। তবে তিনি আগেই জানিয়েছিলেন যে ভালো গল্প ও চরিত্র পেলে তিনি অবশ্যই ফিরবেন। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষার অবসান হলো।

জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এটি একটি কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা, যার মধ্যে ক্রাইম থ্রিলারেরও উপাদান রয়েছে। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে।

এই সিনেমায় তানিয়া বৃষ্টি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান, জনপ্রিয় তারকা আদর আজাদ, অভিনেত্রী মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য-এর মতো পরিচিত মুখেরা।

আরও পড়ুন