দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ঝড় তুলতে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’, যেখানে অ্যাকশন লুকে দেখা যাবে এই অভিনেতাকে। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।
সর্বশেষ আরিফিন শুভকে দেখা গিয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ। এরপর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অভিনেতা বেশ সমালোচিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনেও গত বছর মায়ের মৃত্যু এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একাকীত্বে ভুগেছেন তিনি। তবে সকল ঝড়ঝাপটা সামলে এবার নতুন উদ্যমে রুপালি পর্দায় ফিরছেন শুভ।
বৃহস্পতিবার রাতে ‘নীলচক্র’ সিনেমার ১৯ সেকেন্ডের একটি ঝলক প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। অ্যাকশন দৃশ্যে ভরপুর এই টিজারে অভিনেতার বলিষ্ঠ উপস্থিতি তার ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই সিনেমার মাধ্যমে আরিফিন শুভ দারুণভাবে প্রত্যাবর্তন করতে চলেছেন।
‘নীলচক্র’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রযুক্তির কল্যাণে সামনের দিকে এগিয়ে যাওয়া বর্তমান প্রজন্মের নানান অপ্রত্যাশিত ফাঁদে পা দেওয়া নিয়ে। নাজিম উদ দৌলা ও মিঠু খান যৌথভাবে এই সিনেমার চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত ‘নীলচক্র’।
প্রকাশিত টিজারের মন্তব্যের ঘর ইতিমধ্যেই ভরে উঠেছে শুভকামনায়। একজন ভক্ত লিখেছেন, ‘ভালো কামব্যাক হতে চলেছে আরিফিন শুভ'র।’ অন্যান্য অনুরাগীরাও অভিনেতার নতুন এই সিনেমার জন্য তাদের আগ্রহ ও সমর্থন জানিয়েছেন।
সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে নির্মাতা মিঠু খান জানান, “আগেই ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে ভিএফএক্স-এর কিছু কাজ বাকি থাকায় তখন সম্ভব হয়নি। এখন সেই কাজ শেষ হয়েছে। এর মধ্যে সেন্সর ছাড়পত্রও হাতে পেয়েছি। তাই এখন আমরা পুরোপুরি প্রস্তুত।”
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত এই সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
এদিকে কোরবানির ঈদে ‘নীলচক্র’ মুক্তির মাধ্যমে আরিফিন শুভ আবারও দর্শকদের মন জয় করে নেবেন, এমনটাই আশা করছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এখন শুধু অপেক্ষা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC