
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় আগামীকাল ৩ জনসভায় বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার বিকেল সাড়ে ৫টায় জেলার চৌদ্দগ্রাম, সন্ধ্যায় ৭টায় সদর দক্ষিণের ফুলতলি মাঠে ও সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ব্যাপী প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিক সফরের এই আগমন ঘিরে কুমিল্লা জেলাজুড়ে চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দলীয় সূত্র জানান, কাল রোববার সকালে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় অংশ নেবেন। প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণের সুয়াগাজী এবং সর্বশেষ দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সফরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে জেলা আইনশৃঙ্খলা তৎপর রয়েছেন। সমাবেশস্থল থেকে শুরু করে জেলাজুড়ে আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সমাবেশ স্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাদাপোশাকের সদস্যরা নিয়জিত থাকবে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC