অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলিতে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী দীপিকা ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে একই রঙ্গে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক ও সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে রণবীরের পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা, মেয়ে ও বাবা রণবীর সিং।
দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। মা ও মেয়ের এই সাজের সঙ্গে ছিল মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে দেখা গেল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।
অভিনেত্রী দীপিকা তার কন্যার মাথার দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন। বাবা-মায়ের মধ্যমণি হয়ে কখনো দুয়া হাসছে, আবার কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে। বাবা-মাও কন্যাকে আদরে মুড়ে রেখেছেন।
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, "দীপাবলির শুভেচ্ছা।" ছবিগুলোর মধ্যে আরও একটি বিশেষ মুহূর্ত দেখা গেছে: দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া এবং মা ও কন্যা দুজনেই জোড়হাতে ঈশ্বরকে ডাকছেন।
ছোট্ট দুয়াকে দেখতে পেয়ে অনুরাগীরাও উচ্ছ্বসিত। কন্যার চেহারা নিয়েও চলছে আলোচনা। কেউ বলছেন— দুয়া দেখতে হয়েছে একেবারে দীপিকার মতো। আবার কেউ বলছেন— রণবীরের ছাপ রয়েছে ছোট্ট কন্যার মুখে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC