উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ মোছাম্মৎ লাকি আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোছাম্মৎ লাকি আক্তার ওই এলাকার জাফর আহম্মেদের মেয়ে।
চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোছাম্মৎ লাকি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি মূলত দিনে কাপড় সেলাইয়ের কাজ করতেন এবং রাতে বাড়িতে মাদক বিক্রি করতেন। এছাড়া তাদের একটি সংঘবদ্ধ মাদক কারবারি দল রয়েছে বলেও জানান তিনি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানেই ৪৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারের পর মোছাম্মৎ লাকি আক্তারকে উদ্ধারকৃত ইয়াবাসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC