দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ল। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন করে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা আগামীকাল, ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিস্তারিত জানানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবকে এই দাম বাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
নতুন নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা এবং পাঁচ লিটার বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৭ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে।
বর্তমানে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৪ টাকা এবং পাম তেল ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। সেই হিসাবে, নতুন ঘোষিত দামে লিটারপ্রতি ৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন মূল্য অনতিবিলম্বে অর্থাৎ ১৪ অক্টোবর থেকেই কার্যকর হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC