
রাইজিং ফ্যাক্টচেক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিসহ সংবাদ ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অপহরণকারী চক্রের ২০ সদস্যকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত সংবাদটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
অনুসন্ধানের শুরুতে, ভাইরাল ছবিটির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হয়। এছাড়াও সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ উৎসগুলো যাচাই করা হয়। তবে এ ধরনের কোনো ঘটনা বা আদালতের রায় সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ছবিটি অনুসন্ধান করে দেখা যায়, ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
আরও অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের দুইটি অপ্রচলিত অনলাইন পোর্টাল "ডেইলি আলোচিত উখিয়া" এবং "সাপ্তাহিক আইন সমাজ" ৩০ নভেম্বর ২০২৫ তারিখে এই সংবাদটি প্রকাশ করেছে। তবে উভয় প্রতিবেদনেই কোনো নির্ভরযোগ্য উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ বা সৌদি আরবের কোনো স্বীকৃত সংবাদমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেনি। সৌদি আরবের দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সুতরাং, সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অপহরণকারী চক্রের ২০ সদস্যকে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে প্রচারিত সংবাদটি কোনো সত্যতা নেই। তাই, রাইজিং ফ্যাক্টস উক্ত দাবিতে প্রচারকৃত পোস্টগুলোকে মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC