
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনন্যা গুহ সম্প্রতি নিজের উপার্জনের টাকায় একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে খল চরিত্রে নজর কাড়ছেন এই তরুণ অভিনেত্রী। নতুন গাড়ির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। প্রায় ১৭ লাখ টাকা মূল্যের এই গাড়িটি কেনার পর থেকেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, এত অল্প বয়সে অনন্যা এত টাকা কোথা থেকে পেলেন?
দর্শকদের কাছে অনন্যার দৈনন্দিন জীবন প্রায় খোলামেলা। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, প্রেমিকের দেওয়া উপহার— সবকিছুই তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। কলেজের গণ্ডি না পেরোতেই তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তবে একইসঙ্গে তার পোশাক এবং জীবনযাপন নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে প্রায়শই।
এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অনন্যা মুখ খুলেছেন। তিনি বলেন, “আমি অনেক ছোটবেলা থেকে কাজ করছি। তখন আমার বাবা-মা দুজনেই কর্মরত ছিলেন। এতদিন ধরে আমি যা আয় করেছি, পুরোটাই সঞ্চয় করেছি। শুধু অভিনয় নয়, সামাজিক মাধ্যম থেকেও আমার ভালো রোজগার হয়। তাই ২১ বছর বয়সে ১৭ লাখ টাকার গাড়ি কেনা খুব একটা বড় বিষয় নয়।”
অনন্যা আরও বলেন, “আমার বয়স নিয়ে আলোচনা হচ্ছে, অথচ মুম্বাইয়ের অভিনেত্রী অবনীত কৌরও ২১ বছর বয়সে ৫০ লাখ টাকার গাড়িতে চড়েন। সেটা নিয়ে তো কোনো আলোচনা হয় না।”
এদিকে, অনন্যার বিরুদ্ধে ওঠা এই সমালোচনায় মুখ খুলেছেন তার দিদি অলকানন্দা গুহ। তিনিও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি এদিন অনন্যার পোশাক নিয়েও অনেকে কুরুচিকর মন্তব্য করেছিলেন।
অন্যদিকে, নেটিজেনদের এই ধরনের মন্তব্য চোখে পড়লে অনন্যার প্রেমিক তাদের উদ্দেশ্যে লেখেন, “শ্বশুর-শাশুড়ি, মা-বাবার কোনো সমস্যা হচ্ছে না। আপনারা নিজেদের চরকায় তেল দিন।”
বর্তমানে অনন্যা একটি কলেজে মিডিয় সায়েন্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।