মে ১০, ২০২৫

শনিবার ১০ মে, ২০২৫

দাউদকান্দি উপজেলায় ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলায় ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
দাউদকান্দি উপজেলায় ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা/ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার (৯ই মে) বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে পঞ্চম থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুফতি মহিউদ্দিন মাহবুব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতি এ কে এম আব্দুস জাহের আরেফী।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা বশির আহমদ, সভাপতি দ্বীনি সংগঠন কুমিল্লা পশ্চিম জেলা এবং এইচ এম আব্দুর রশিদ মাহমুদী, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, সভাপতি যুব আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলা এবং হাফেজ নুরুল্লাহ, অর্থ সম্পাদক, কুমিল্লা পশ্চিম জেলা। দাউদকান্দি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল মান্নান এবং বিভিন্ন উপজেলার নেতারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন মাওলানা জামিল আশরাফ (তিতাস), মাওলানা সালমান সাদী (হোমনা), মোঃ সাইদুর রহমান সাঈদ (মেঘনা) ও রাসেল আহমেদ (ইছাআ, দাউদকান্দি)।

সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য দাউদকান্দি পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুটি কমিটি ঘোষণা করা হয়।

দাউদকান্দি পূর্বের সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মহিউদ্দিন মাহবুব, সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক এম এ জহিরুল ইসলাম।

দাউদকান্দি পশ্চিমের নতুন কমিটির সভাপতি হয়েছেন মাওলানা মোশারফ হোসেন, সহ-সভাপতি মোঃ জামিল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মনসুর বিল্লাহ।

নতুন নেতৃত্বের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

 

আরও পড়ুন