দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আক্তার ওরফে মীম আক্তার নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
নিহত মীম আক্তার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন এবং তিনি তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল সরকারের মেয়ে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার হাসানপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মীম আক্তার মহাসড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
এদিকে দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে বিচারের দাবি জানান এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তোলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC