কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাবেয়া সিএনজি কমপ্লেক্স লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, দাউদকান্দি ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বৈধ ভ্যারিফিকেশন সনদ ছাড়াই ১টি অক্টেন ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বাণিজ্যিক কাজে ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. আরিফ উদ্দিন প্রিয় এবং প্রকৌ. মো: শামস তাবরেজ।
উপজেলা প্রশাসন ও বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC