কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চুন ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহার করায় কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাউদকান্দি শাখাসহ মোট ৫টি টিম পৌরসভার মাইজপাড়া এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, গৌরীপুর টিবিএস থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে এই চুন ফ্যাক্টরি তাদের কার্যক্রম চালাচ্ছিল। দাউদকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর সালাউদ্দিন আহমেদের মদদে আবু শাহীন নামের এক ব্যক্তি এই অবৈধ কারবার পরিচালনা করে আসছিলেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী অম্লান কুমার দত্ত গণমাধ্যমকে জানান, মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে সাবেক কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গ্যাস চুরির সঙ্গে জড়িত আবু শাহীন এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC