বারংবার অনলের দহনে, গুণে গুণান্বিত হয়,
আমি খাঁটি সোনা, দহনের পরেও রই।
জ্বলছ তুমি, জ্বলেছি আমি মনস্তাত্ত্বিক অনলে,
শান্তি স্নেহ পুড়িয়েছে পাষণ্ডের কবলে।
কোনো কারণে, যৌক্তিক বারণে সইছি এই উৎসব,
দুষ্টু প্রকৃতির নিরব ছায়া আমার সমালোচক।
অপেক্ষার মান করেনা অভিমান, ধৈর্যের পরিক্ষায়
হে-মন, হয়োনা পরিবর্তন, সত্যের চেয়ে বড় কিছু নায়।
হৃদয় গাঁথুনির ভাবনাগুলো চোখের কোণে রেখে
ঝড়ো হাওয়া এসে বাঁচাও বন্দী জীবন থেকে।
স্মরণের স্বারনী আঁকি আমি এ-মনে
যা ছিল যা থাকে হৃদয়ে গোপনে।
লেখাঃ তাসনিম সুরাইয়া তাহসিন, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC