কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনার ফুটবল বিশ্বে এক অন্যতম আলোচিত বিষয়। আর সেই আলোচনায় আবারও নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আর্জেন্টিনা দলে ফিরেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য লিওনেল স্কালোনি ২৮ সদস্যের একটি দল ঘোষণা করেছেন। এই দলে এমিলিয়ানো মার্টিনেজের পাশাপাশি আছেন আলেহান্দ্রো গারনাচো।
এদিকে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন এনজো বারেনেসি। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ভ্যালেন্সিয়ায় ধরে খেলে ৭ ম্যাচে ১টি গোলও করেছেন। দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকছেন জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজরা।
গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনা বলিভিয়াকে হারালেও ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারায়।
আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকাল ৬টায় শুরু হবে দুই দলের লড়াই।
বিশ্বকাপ বাছাইয়ে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। মার্টিনেজের ফেরা দলটিকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC