দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির পথে শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘দরদ’। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে অনন্য মামুন পরিচালিত এই চলচ্চিত্র।
গত রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় এবং বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়ে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ার পর থেকেই এর প্রচারণা শুরু হয়ে গেছে। শাকিব খান নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি লুকের কোলাজ পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।”
‘দরদ’ সিনেমাটি মুক্তির অনুমতি পাওয়ায় পরিচালক অনন্য মামুন অত্যন্ত খুশি। তিনি বলেন, “ইতোমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হবে। সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে।”
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, “সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে। এটিকে আমি একটি ভালো ছবি বলতে পারি। এর বেশি কিছু আমি বলতে পারব না।”
সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, “দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC