ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান-ইন্ডিয়ান সিনেমা 'দরদ'-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের সকালে এই ফার্স্টলুক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব।
ফার্স্টলুকে দেখা যাচ্ছে, শাকিবের মুখে খোঁচা দাঁড়ি, হাত রক্তে ভেজা, ঠোঁটে বাকা হাসি আর চোখে হিংস্রতার ভাব। পেছনে বেনারসের গঙ্গা পাড়ের আবহ। সব মিলিয়ে, প্রতিবাদী এক মূর্তিতে দেখা যাচ্ছে শাকিবকে।
ফার্স্টলুক প্রকাশের পর থেকেই শাকিবিয়ানরা তাদের প্রিয় অভিনেতাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, "হোয়াট আ লুক। সুপারস্টার শাকিব খান। বাংলা সিনেমাকে একাই টেনে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন। ভালবাসা ভাইয়া। বছরের সবচেয়ে বড় ধামাকা 'দরদ'। সিনেমা হলে সুনামি বইবে।"
সিনেমাটির নির্মাতা অনন্য মামুন ফার্স্টলুক শেয়ার করে লিখেছেন, "সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, 'দরদ' ভরা ভালোবাসা নিয়ে, সে আসছে... সে আমাদের সুপারস্টার শাকিব খান।"
'দরদ' একটি সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের সিনেমা। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটি চলতি বছরই বাংলা, হিন্দি, তামিল, মালয়ালামসহ ৬ ভাষায় মুক্তি পাবে।
এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC