নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

আজ ১৪ এপ্রিল: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, কুমিল্লায় ও ব্যতিক্রম নয়
দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, কুমিল্লায় ও ব্যতিক্রম নয়। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে কুমিল্লায়ও চলছে জমকালো প্রস্তুতি। নতুন বছরের আগমনীকে স্বাগত জানাতে নানান আয়োজনে ব্যস্ত মানুষ। 

কুমিল্লার টাউনহল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে পয়লা বৈশাখের উৎসব উপলক্ষে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে বাঙালিরা পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। নতুন বছরে সুখ, সমৃদ্ধি ও শান্তির কামনা করে থাকে।