মার্চ ১৩, ২০২৫

বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫

থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রী আটক

The Awami League leader who made a Tiktok video of dancing in front of the police station was arrested
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)।

আটক শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেত্রী শিউলিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।

এর আগে ওইদিন দুপুরে বড়াইগ্রাম থানা কমপাউন্ডের ভেতর প্রবেশ করে মূল ভবনের ফটকের সামনে নেচে-গেয়ে নিজের টিকটক ভিডিও তৈরি করেন আওয়ামী লীগের এই নেত্রী। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ।