
রাইজিং স্পোর্টস
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন কিটের পাশাপাশি অ্যাডিডাস নির্মিত একটি অত্যন্ত সৃজনশীল প্রোমো ভিডিও ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
এই ভিডিওতে শোনা যায়, দলের অধিনায়ক লিওনেল মেসির মুখে উচ্চারিত হচ্ছে স্প্যানিশে 'Lo quiero', যার বাংলা অর্থ— ‘আমি চাই’। এই তিনটি শব্দই এখন কোটি ভক্তের নতুন স্বপ্নে ইন্ধন যোগাচ্ছে।
ভিডিওটির মূল গল্পটি নির্মিত হয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় তাসের খেলা ‘ত্রুকো’-কে ঘিরে। একটি টেবিলে মুখোমুখি বসেছেন ফুটবল দলের দুই ঘনিষ্ঠ সদস্য – লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। তাঁদের বিপরীতে বসেছেন লেন্দ্রো পারেদেস এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া।
দৃশ্যের শুরুতেই দেখা যায় দলের প্রিয় কিটম্যান মারিও দি স্তেফানো মনোযোগ দিয়ে একটি পুরোনো রেডিও ঠিক করছেন। রেডিওটি চালু হতেই বাজতে শুরু করে সান্দ্রোর ক্লাসিক গান ‘Tengo’, তবে সেটি পরিবেশন করেছে জনপ্রিয় ব্যান্ড ‘Divididos’।
এরপরের দৃশ্যে দেখা যায় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকে হাতে একটি পত্রিকা নিয়ে দাঁড়িয়ে থাকতে। পত্রিকার শিরোনামে একটি বড় প্রশ্ন: ‘আর্জেন্টাইন স্বপ্ন কি এখনও বেঁচে আছে?’ জবাবে স্কালোনি কেবল বলেন, “তুমি কী ভাবো?”— যা গোটা দলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
এই প্রোমো ভিডিওতে বর্তমান আর্জেন্টিনা দলের একঝাঁক তারকার উপস্থিতি দেখা যায়। এর মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, নিকো গঞ্জালেস, থিয়াগো আলমাদা, হুয়ান ফয়েথ, টাগলিয়াফিকো ও মার্কোস আকুনা।
পাশাপাশি, দেশের ফুটবলের নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল ফুটবলারদেরও জায়গা দেওয়া হয়েছে এই ভিডিওতে। এঁদের মধ্যে আছেন জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ক্লাদিও এচেভেরি, নিকো পাজ, ভ্যালেন্টিন কার্বনি ও লিওনার্দো বালার্দি, যা ভবিষ্যতের প্রতি আস্থা ও প্রত্যাশার বার্তা দেয়।
ভিডিওটির সবচেয়ে আলোচিত এবং আবেগময় অংশটি আসে শেষ মুহূর্তে। তাস খেলার ফাঁকে এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া ঘোষণা করেন, “আমি চাই, এর দাম চার!”— যা স্পষ্টভাবে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি ও বুকের ওপর চতুর্থ বিশ্বকাপ তারকার স্বপ্নের দিকে ইঙ্গিত করে। তাপিয়ার এই মন্তব্যের পরই মেসি হাসিমুখে ধীর, শান্ত কিন্তু দৃঢ়স্বরে উচ্চারণ করেন সেই ঐতিহাসিক তিন শব্দ: “আমি চাই” ('Lo quiero')। মেসির ঘোষণার মুহূর্তেই উপস্থিত অন্যান্যরা উল্লাসে ফেটে পড়েন।
তাহলে কি মেসি ২০২৬ বিশ্বকাপে আবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন? ভক্তরা বলছেন, এই ছোট্ট বাক্যটিতেই লুকিয়ে আছে গোটা জাতির কোটি মানুষের স্বপ্ন, প্রত্যাশা এবং আকাঙক্ষা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC