
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সারাদেশে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য সাংবাদিকদের জানান।
ইসি সচিব বলেন, "সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই।" তিনি নিশ্চিত করেন যে, সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ 'ইন এইড টু সিভিল পাওয়ার' নীতিতেই থাকবে। এছাড়া রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার (আরপিও) অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও সেনা মোতায়েন করা হবে।
তিনি আরও স্পষ্ট করে জানান, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ এবং আনসার থেকে আরও বেশি সদস্য আসবে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, নির্বাচনি প্রচারণায় সাধারণের জন্য ড্রোন ব্যবহার করা যাবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবেন।
আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত। কিন্তু এবার তাদের আট দিনের জন্য মোতায়েনের একটি প্রস্তাবনা এসেছে। ইসি সচিব বলেন, "প্রস্তাব হলো, ভোটের আগের তিনদিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।"
এছাড়াও, লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ রিকভারি হয়েছে, বাকিটা হয়নি, তবে সেই কাজ চলমান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC