
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিতর্ক ফোরাম (BRUDF) তিস্তা নদীর সুষ্ঠু পানি বণ্টন কে উদ্দেশ্য করে প্রথমবারের মতো তিস্তা নদীর পাড়ে আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
আজ রবিবার (৭ ডিসেম্বর) এক প্রেস রিলিজে এ তথ্য জানান তারা। আগামী ১২ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাথমিক পর্ব এবং কর্মশালার মধ্য দিয়ে শুরু হয় ১৩ই ডিসেম্বর তিস্তা নদীর পাড়ে গ্র্যান্ড ফিনালে এর মধ্য দিয়ে শেষ হবে এই ভিন্নধর্মী বিতর্ক প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ টি দল নদীর ন্যায্য পানিবণ্টন ও রাষ্ট্রীয় আলোচনায় তরুণদের যুক্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে ‘বাঁচায় তিস্তা, বাঁচাও তিস্তা’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫: BRUDF IV 3.0′ শিরোনামের এই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন।
চূড়ান্ত দিনের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. মো. শওকাত আলী।
এছাড়াও তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রবক্তা, গবেষক ও পরিবেশ আন্দোলনকর্মী, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির জানান নদী কেবল ভূগোল নয়, এটি জীবন, অর্থনীতি ও পরিবেশের ভিত্তি। তাই নদীর প্রশ্নেও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক মানবিক দায়িত্ব।
তরুণদের যুক্তি এই সত্যকেই সামনে আনবে, কারণ নদী মানেই জনগণের প্রাণধারা, আর জনস্বার্থ কখনো নীরব হওয়া উচিত নয়।









