বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

তিন মাস সময়ের দুই মাস পার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণে অগ্রগতি নেই

ববি প্রতিনিধি

Rising Cumilla - Barisal University
বরিশাল বিশ্ববিদ্যালয়/ছবি: কোলাজ রাইজিং কুমিল্লা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবন–০১ এর সামনে সড়ক নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময়সীমার দুই মাস পার হলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান ধারা এন্টারপ্রাইজ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ভবন–০১ এর সামনে ১৫০ ফুট সড়ক নির্মাণে মোট ৬৪ লাখ ১৬ হাজার ২৪০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২০ নভেম্বর ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ধারা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব (কালু)। তবে বাস্তবে এই প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভৌত ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালনা করে আসছেন আওলাদ হোসেন মনু নামে এক ঠিকাদার। সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণকাজের কার্যাদেশও মনুই পেয়েছেন এবং বাস্তবে কাজটি তিনিই পরিচালনা করছেন।

এ বিষয়ে জানতে আওলাদ হোসেন মনুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মুর্শিদ আবেদিন বলেন, “আমরা ঠিকাদারকে আজও (মঙ্গলবার) একটি সতর্কীকরণ চিঠি দিয়েছি। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।”
কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা সময়ই বলে দেবে।”

আরও পড়ুন