মে ৩, ২০২৪

শুক্রবার ৩ মে, ২০২৪

তিন মাসে বাংলাদেশের প্রায় ৭৬ লাখ ভিডিও ডিলিট করল টিকটক

Tiktok
প্রতীকি ছবি/সংগৃহীত

ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

সম্প্রতি প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে মোট ১৭ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৯৬৩টি ভিডিও সরিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপসারণ করা ভিডিও গুলো টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে। এর মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৫৮৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে এবং ৮০ লাখ ৩৮ হাজার ১০৬টি ভিডিও যাচাই-বাছাই করে পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও অপসারণ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর মধ্যে ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও সরানো হয়েছে একদিনের মধ্যে এবং ভিডিও অপসারণের হার ছিল ৯৯ দশমিক ৫ শতাংশ।

শুধু ভিডিও অপসারণই নয়, টিকটক স্প্যাম অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট কনটেন্টগুলোর ওপরও নজর রাখছে।

প্রতিবেদন অনুসারে, ৪র্থ প্রান্তিকে প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে মোট ১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৮৫৫টি অ্যাকাউন্ট সরিয়েছে যাদের ১৩ বছরের কম বয়সী প্লাটফর্ম ইউজার হওয়ার সন্দেহ ছিল।