কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে আজ বুধবার (১৬ জুলাই) অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জালসহ ৮ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় আটককৃত প্রত্যেককে ৫,০০০/- টাকা করে মোট ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাতাকান্দি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১০৭০ পিস কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়।
জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চলবে। এই ধরনের অভিযান মাছের নির্বিঘ্ন প্রজনন ও বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিতাস উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, তিতাস থানা এবং আনসার সদস্যদের সার্বিক সহযোগিতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC