কুমিল্লার তিতাস উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, মাদক, বাল্যবিবাহ, গুজব, দুর্নীতি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেহেনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন এবং স্কুল কমিটির সদস্য নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গিয়াস উদ্দিন।
নারী সমাবেশে বক্তারা তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, গুজব, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং নারীদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, নারীদের গৃহস্থালি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। নারীদের তথ্যগতভাবে স্বনির্ভর ও কর্তব্যপরায়ণ হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা এবং চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন, যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ-এর মতো অপরাধমূলক কার্যক্রমে তাদের সন্তানরা জড়িয়ে না পড়ে। তিনি সকল শিশুদের নৈতিক শিক্ষা প্রদান এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC