
কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
আজ সোমবার (২৪ মার্চ) সাতানি ইউনিয়নে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বাতাকান্দি বাজারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৮৯ অনুযায়ী আরও একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।