জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ৬টি আবাসিক হলে গ্যাস সংযোগের বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের বোর্ড সভায় অনুমোদিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ২৮ মে , ২০২৫ তারিখে তিতাসের ৮৭৫ তম বোর্ড সভায় গ্যাস সংযোগের বিষয়টি অনুমোদিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, "শিক্ষার্থীদের দুর্ভোগ কমিয়ে আনতে আমাদের প্রচেষ্টা সফল হতে যাচ্ছে। আমি আশা করছি তিতাসের বোর্ড সভায় অনুমোদিত হওয়ায় দ্রুততম সময়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হলগুলোতে গ্যাস সংযোগ স্থাপন করবে।
এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক থাকবে। গ্যাস সংযোগের মাধ্যমে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং হলের ডাইনিংগুলো চালু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করি।"
বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের লিখিত অনুরোধের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় গ্যাস সংযোগের এই প্রক্রিয়া শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নবনির্মিত ৬টি আবাসিক হলে গ্যাস সংযোগ শুরু করার উদ্যোগ গ্রহণের জন্য জ্বালানি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্যাস সংযোগ কাজে সহযোগিতা করার জন্য প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সংশ্লিষ্ট হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং হলগুলো চালুর শুরু থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC