সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারীসহ ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লামাঘাটা সীমান্ত থেকে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন: সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), মধ্যনগর উপজেলার গবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৩৫), মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), মোহনগঞ্জ উপজেলার জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫) এবং একই জেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, বিরেন্দ্রনগর বিওপির অধীন একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৯৪/এমপি-এর প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে লামাঘাটা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা ৪ থেকে ৫ মাস আগে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তারা প্রত্যাশিত মজুরি পাচ্ছিলেন না এবং সেখানকার চলমান নিরাপত্তা পরিস্থিতি তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে তারা পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC