কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুটি তালগাছ বিপন্ন করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা বা কারাদণ্ড না দিয়ে বিকল্প শাস্তি হিসেবে ২০টি তালচারা রোপণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন।
সাম্প্রতিক সময়ে স্থানীয় সচেতন যুবসমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি তালগাছকে মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে এবং অপর একটি তালগাছের গোড়ার তিন ভাগের দুই ভাগ কেটে ফেলা হয়েছে। অভিযোগ যাচাই করে ইউএনও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় করতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২০টি তালচারা রোপণের নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনার পর অভিযুক্ত ব্যক্তি উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এর সহায়তায় তালচারা সংগ্রহ করেছেন।
আগামী দুই-এক দিনের মধ্যে তালচারা রোপণের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এ কাজে আগ্রহী স্থানীয় যুবসমাজকে তালচারা রোপণে অংশ নিতে প্যানেল চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC