শনিবার ১ নভেম্বর, ২০২৫

‎তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে বিএনপি সরকার গঠন করবে: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে বিএনপি সরকার গঠন করবে: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন
‎তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে বিএনপি সরকার গঠন করবে: ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন/ছবি: প্রতিনিধি

তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করতে হবে। বিএনপি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে। কিছু কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। দলের ভেতরে কিছু মুনাফিক দলের বিরুদ্ধে বদনাম করছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা সিলগালা করে দেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিহত গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মো. আক্রামুল ইসলাম। এতে সাবেক ছাত্রনেতা এডভোকেট এম.এইচ ফারুক এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি আবু ইউছুফ বাবুল এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা।

প্রধান মেহমান ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মফিজুল ইসলাম।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূইঁয়া, সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান ভূইঁয়া দিদার, খোরশেদ আলম লাভলু, মো. মোস্তফা কামাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাসান ভূইঁয়া।

এসময় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম ভূইঁয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক আক্রামুল ইসলাম, মতিউর রহমান সেলিম, জিসাসের সাবেক সভাপতি মনিরুল হক সরকার, সাধারণ সম্পাদক জয়নাল হাজারী, এমরান হোসেন মাস্টার, মো. গাজী ইসস্রাফিল, তাজুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন