কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে “তরুণদের জন্য আর্থিক স্বাক্ষরতা” ব্যানারে এক সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পদ্মা ব্যাংক ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচী বাস্তবায়ন করেছে, যা দেশের তরুণ সমাজের মাঝে আর্থিক সচেতনতা গড়ে তোলার ব্যাপারে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাইবার সিকিউরিটি ও নকল নোট সনাক্তকরণ সহ নানান গুরুত্বপূর্ণ আর্থিক খুটিনাটি বিষয় সম্পর্কে অবগত করা হয় সেমিনারে।
তাছাড়া অর্থ ব্যবস্থাপনা, বাজেট তৈরী, সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণ পরিশোধের মতো সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহযোগীতা করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।
রোববার ২৮ সেপ্টেম্বর রাজধানির প্রগতি সরণীতে কানাডিয়ান ইউনির্ভাসিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক ড. এইচএম জহিরুল হক।
এছাড়াও মীর শফিকুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন ডিভিশন-সহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC