নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় "তারুণ্যের উৎসব"-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
সভায় তারুণ্যের উৎসব উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC