বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আসছে। এবারের চুক্তিতে তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন বাদ পড়তে চলেছেন। তাদের জায়গায় যুক্ত হতে পারেন তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান, তানজিম সাকিব ও নাঈম হাসান।
বিসিবি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত হয়েছে। এতে এবারও ২১ ক্রিকেটারের থাকার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী বোর্ড সভায়।
তামিম ইকবাল নিজের ইচ্ছায় কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়েছেন। ইনজুরি, অবসর কান্ড, হেড কোচ হাথুরু ও বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে গেলো বছর জাতীয় দলে অনিয়মিত ছিলেন তিনি।
মোসাদ্দেক সৈকত ও আফিফ হোসেন ধ্রুব গত বছরের ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারেননি। তাদের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
ইনজুরিতে বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা এবাদত হোসেনকেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে তাকে বিশেষ আর্থিক ভর্তুকি দেবে বিসিবি।
নতুন মুখ হিসেবে তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান, তানজিম সাকিব ও নাঈম হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা গত বছরের ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন। এফটিপি অনুযায়ী এ বছর বাংলাদেশ ১৪টি টেস্ট খেলবে। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট দলের ক্রিকেটাররা প্রাধান্য পাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC