জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে—ড. মুহাম্মদ ইউনূস

Muhammad Yunus.webp
ছবি: সংগৃহীত

দেশের নতুন বিজয় যারা এনেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হয়েছে। তরুণদের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছে হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

এই নোবেল বিজয়ী বলেন, তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই।

এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

জানা গেছে,  রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন