সোমবার ১৮ আগস্ট, ২০২৫

‎তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - We don't want elections without judging the blood given by the youth-Dr. Mubarak Hossain
‎তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক হোসাইন/ছবি: প্রতিনিধি

তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না। কেউ কেউ নির্বাচনের জন্য অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে। আমরাও চাই নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক সরকার আসুক, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম যেভাবে রক্ত দিয়েছে, সেই রক্তের বিচার না করেই যদি আমরা নতুন সরকারে চলে যাই তবে এই বিচার কখনো সম্পূর্ণ হবে না।

শনিবার (১৬ আগস্ট) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আঠারো কোটি মানুষ ভাবছে প্রশাসন এখনও দেশের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তাদের দ্বারা যদি নির্বাচন হয়, তা কতটা সুষ্ঠু হবে এ নিয়ে জনগণের শঙ্কা রয়েছে।

এতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আজাদ হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ কাউছার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ ইউছুফজী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ রাসেল, সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহীম খলিল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা। এসময় ছাত্রশিবির নেতা আফনাম মোজাহিদ, ওমর সানি, আব্দুল্লাহ আল জুবায়ের, মো. ফখরুল ইসলাম, মো. জাহিদুল ইসলামসহ শিবিরের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন