বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

তথ্য ফাঁসের ঘটনায় ক্ষমা চাইলেন কুপাংয়ের প্রতিষ্ঠাতা কিম বম-সুক

বাসস

Rising Cumilla - Coupang founder Kim Bum-sook apologizes for data leak
তথ্য ফাঁসের ঘটনায় ক্ষমা চাইলেন কুপাংয়ের প্রতিষ্ঠাতা কিম বম-সুক

দক্ষিণ কোরিয়ার ই-কমার্স কোম্পানি কুপাংয়ের প্রতিষ্ঠাতা কিম বম-সুক আজ রোববার তথ্য ফাঁসের জন্য ক্ষমা চেয়েছেন। তথ্য ফাঁসের এই ঘটনা ৩ কোটিরও বেশি গ্রাহকের আস্থা কমেছে।

কুপাং-এর গ্রাহকের তথ্য একজন প্রাক্তন কর্মচারী কর্তৃক ফাঁস হওয়ার ঘটনা প্রকাশের পর, ক্ষমা চান কিম বম-সুক।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনার পর চলতি মাসের শুরুতে পুলিশের পক্ষ থেকে কোম্পানিটিতে তল্লাশি চালানো হয়, আর সমালোচকদের মতে ঘটনাটি হালকা করে দেখানোর চেষ্টার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংসদীয় শুনানিতে হাজির হতে কিমের বারবার অস্বীকৃতি জনমনে আরও হতাশা বাড়িয়েছে দেয়।

৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য এতে ক্ষতি হয়েছে, যা দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।

তবে কুপাং দাবি করেছে, মাত্র ৩ হাজার গ্রাহক এতে ক্ষতিগ্রস্থ হতে পারে।

যদিও এই সংখ্যাটি এখনও কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

রোববার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কিম বলেন, ‘ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণে আমরা আমাদের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে গুরুতর উদ্বেগ ও ভোগান্তি সৃষ্টি করেছি। আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

এক মাস আগে, বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটাই ছিল এ নিয়ে তার প্রথম সরাসরি মন্তব্য।

কুপাং সম্প্রতি সরকারের সঙ্গে সহযোগিতায় সব ফাঁস হওয়া গ্রাহক তথ্য পুনরুদ্ধার সম্পন্ন করেছে বলে জানা গেছে।

সিউল পুলিশ জানিয়েছে, তথ্য ফাঁসের ঘটনাটি জুন ২৪ থেকে নভেম্বর ৮ পর্যন্ত কুপাং-এর বিদেশী সার্ভারের মাধ্যমে ঘটেছে।

আরও পড়ুন