
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়ার পর আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
একই আপিল শুনানিতে কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও তার বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে দু’জনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শনিবার থেকেই রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই আপিল শুনানি গ্রহণ করছেন। শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিলে জয়ী হন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এসব আপিল শুনানি চলবে।
এর আগে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা তার মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় ওই তালিকায় দুইজন ভোটার অন্য আসনের হওয়ায় সমর্থন নিয়ে অসঙ্গতির অভিযোগ ওঠে। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন বিষয়টি পুনরায় পর্যালোচনা করে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।









