
রাইজিং ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন।
এর আগেই, গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদী অভিযোগ করেন যে তিনি বিভিন্ন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন। ফোন কল ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে এবং তার পরিবারকে হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেইদিন রাতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি আমার পরিবারকেও ক্ষতি করার কথা বলা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ইনসাফের লড়াই থেকে আমি এক চুলও নড়বো না। যদি আমাকে বা আমার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও ন্যায়ের পথে অটল থাকবো।
হাদী তার পোস্টে লেখেন, এক আবরারের হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে। এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ আরও লক্ষ হাদী সৃষ্টি করবেন। স্বাধীনতার এই গর্জন কোনোদিন থামানো যাবে না।
তিনি বলেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস চাই। শহীদির মৃত্যু চাই। আমার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর হাতে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC