ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মির্জাপুর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে তিন ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় দুই নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হন। পরবর্তীতে যাত্রীরা বাসটি নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তায় আটক করেন এবং বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে পুলিশের হাতে তুলে দেন।
তবে ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় মামলা করতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে সবাই জামিনে মুক্তি পান। এ
ই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো না জানানোয় বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে ক্লোজড করা হয়।
এরপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাসযাত্রী ওমর আলী অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC