মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগতির প্রাইভেট কার উল্টে গেলে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। পথিমধ্যে ষোলঘর এলাকায় হঠাৎ গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটি সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু'জন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দু'জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC